ডিআইজি পার্থকে জামিন দেওয়ায় হাইকোর্টে ক্ষমা চাইলেন বিচারক

, আইন-আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:09:00

বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) পার্থ গোপাল বণিককে অস্বাভাবিকভাবে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন।

হাইকোর্টের তলবের পরিপ্রেক্ষিতে রোববার (২২ আগস্ট) দুই পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা দিয়ে তিনি এ ক্ষমা চেয়েছেন। এ ছাড়া, বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তাকে অব্যাহতি দেওয়ারও আবেদন করেছেন তিনি।

লিখিত ব্যাখ্যায় বলা হয়েছে, ফৌজদারি আপিল নং (১০৫৩৪/১৯) মামলায় গত বছরের ২ নভেম্বর হাইকোর্ট এক আদেশে পার্থ গোপাল বণিকের মামলার বিচার ছয় মাসের মধ্যে সম্পন্নের জন্য জজ ইকবাল হোসেনকে নির্দেশ দেওয়া হয়। এই আদেশ যথাসময়ে না পৌঁছানোয় ছয় মাসের সময়সীমা অতিক্রম হয়েছে বলে আসামির আইনজীবী বিশেষ আদালতকে জানায়। এছাড়া ফৌজদারি রিভিশন মামলা নং (১৪৫/২১) মামলায় গত ২৫ জানুয়ারি হাইকোর্ট অপর এক আদেশে মামলাটির বিচার এক বছরের মধ্যে সম্পন্ন করতে বলা হয়। গত ১০ মার্চ এই আদেশের অনুলিপি পান। এই আদেশে উল্লিখিত সময়সীমার মেয়াদ এখনও রয়েছে।

তাই লিখিত ব্যাখ্যায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না করে বরখাস্তকৃত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে ‌‌জামিন দেওয়ার ভুলের জন্য হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করেছেন বিচারক ইকবাল হোসেন।

এর আগে গত ১৭ জুন হাইকোর্ট বেঞ্চ পার্থ গোপাল বণিককে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়ে ঢাকার বিশেষ জজ আদালত -৫ এর কাছে ব্যাখ্যা চান। এ ছাড়া, ওই জামিনের ব্যাপারে প্রশ্ন তুলে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল-২৪ এর করা প্রতিবেদনের অনুলিপি হাইকোর্ট বেঞ্চের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় চানেলটির কর্তৃপক্ষকে। ঢাকার আদালতের জামিন আদেশ চ্যালেঞ্জ করে দুদকের করা আপিলের পর বেঞ্চ এসব আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর