দুই মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 12:57:34

গুলশান থানার মাদক, বিশেষ ক্ষমতা আইনে ও পল্লবী থানায় করা প্রতারণার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) শুনানি নিয়ে এ আদেশ দেন। জামিন পেলেও মুক্তি মিলছে না হেলেনার। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন হয়নি তার।

গত ২৯ জুলাই রাজধানীর গুলশান থেকে বিদেশি মদসহ গ্রেফতার হন হেলেনা জাহাঙ্গীর।

পরে তাঁর বিরুদ্ধে রাজধানীর গুলশান ও পল্লবী থানায় পৃথক পাঁচটি মামলা হয়। মামলাগুলো করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্য প্রাণী নিয়ন্ত্রণ আইন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে।

এ ছাড়া পল্লবী থানায় একজন সাংবাদিক বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর