কুমারী পরিচয়ে বিয়ে: নারীর ১ বছরের কারাদণ্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 14:02:17

 

নিজেকে মিথ্যা কুমারী পরিচয়ে বিয়ে করে প্রতারণার মামলায় শাহরীন ইসলাম নীলা (২৪) নামে এক নারীকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) ঢাকার প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের নির্দেশ দেন।

আসামি নীলার মা রাজিয়া বেগম এবং বাবা শাহআলমের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০১৬ সালের ১৬ জুন ঢাকার সিএমএম আদালতে মামলা করেন খুলনা জেলার রূপসা থানা নৈহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে ইমরান শেখ।

মামলায় বলা হয়, ২০১৪ সালের ৩ জুলাই বাদীর সাথে নীলার বিয়ে হয়। বিয়ের সময় নীলা নিজেকে কুমারী পরিচয় দেন। পরে বাদী জানতে পারেন আসামির পূর্বে আরও একাধিক বিবাহ হয়েছিল। এভাবে আসামি প্রতারণামূলকভাবে কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে পরবর্তীতে তালাক দিয়ে করে দেনমোহরের টাকা আদায় করতো।

এ সম্পর্কিত আরও খবর