ডিজে কামরুলসহ চারজন কারাগারে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 16:28:51

নাচ শেখানোর প্রলোভন দেখিয়ে নারীদের বিভিন্ন দেশে পাচারের অভিযোগে গ্রেফতার চক্রটির কামরুল হাসান ওরফে ডিজে কামরুল ওরফে ড্যান্স কামরুলসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অপর আসামিরা হলেন- আসাদুজ্জামান সেলিম, রিপন মোল্লা ও নাঈমুর রহমান ওরফে শামীম।

বুধবার (০৩ নভেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আল-ইমরান আহম্মেদ দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালে কামরুল ইসলাম কুমিল্লা থেকে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। পরে একটি বেসরকারি কোম্পানির পণ্য ডেলিভারি ভ্যানের চালক হিসেবে চাকরি নেন। কয়েক বছর পর একটি ‘ড্যান্স’ গ্রুপের সঙ্গে যুক্ত হন। এরপর হাতিরঝিল এলাকায় নিজেই গড়ে তুলেন একটি ড্যান্স ক্লাব। উঠতি বয়সী মেয়েদের নাচ শিখিয়ে বিনোদন জগতের রঙিন স্বপ্ন দেখাতেন তিনি। পরে সেই তরুণীদের ভারতে পাচার করে দিতেন। আর এই পাচার কাজ করতে গড়ে তুলেন একটি চক্র।

গত ২৯ অক্টোবর বৌদ্ধ মন্দির এলাকা থেকে কামরুল হাসানকে আটক করে র‌্যাব-৪। তার দেওয়া তথ্যমতে পরে অন্যান্যদের আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর