সিনহার অর্থপাচার মামলার রায় পড়া শুরু

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 15:18:30

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও অপর ১০ জনের বিরুদ্ধে ৪ কোটি টাকা পাচারের মামলার রায় পড়া শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৩ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত রায় পড়া শুরু করেন।

মামলায় অভিযুক্ত বাকি ১০ জন হলেন- এ কে এম শামীম, গাজী সালাহউদ্দিন, স্বপন কুমার রায়, মোহাম্মদ লুৎফুল হক, মোহাম্মদ শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, সাফিউদ্দিন আসকারী আহমেদ, রণজিৎ চন্দ্র সাহা, সান্ত্রী রায় ও মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতি।

২০১৮ সালের অক্টোবরে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, ফার্মার্স ব্যাংক (এখন পদ্মা ব্যাংক) থেকে দুই ব্যবসায়ী শাহজাহান ও নিরঞ্জনের ভুয়া নথি ব্যবহার করে ৪ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। পরবর্তীতে আত্মসাৎ করা টাকা বিচারপতি এস কে সিনহা'র অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ২০১৯ সালের ১০ জুলাই এস কে সিনহা ও আরও ১০ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা করেন।

বিচারপতি সিনহা ২০১৭ সালের ১১ নভেম্বর পদত্যাগ করেন। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন।

এ সম্পর্কিত আরও খবর