মৃত্যুদণ্ড দেওয়ার আগে ১০ বার চিন্তা করি: প্রধান বিচারপতি

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 06:42:47

কোনও মামলায় আসামিকে সর্বোচ্চ দণ্ড ফাঁসি দেওয়ার আগে বিচারকরা ১০ বার চিন্তা করেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (১০ নভেম্বর) আপিল বিভাগে এক মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগে সব আপিল একসঙ্গে শুনানি না হওয়ার অন্যতম কারণ ডিজিটাল না হওয়া। সেদিন আসামির ফাঁসি হয়ে গেছে বলেও আপিল বিভাগকে ভুল বোঝানো হয়েছে।

এ ছাড়া আদালত আরও বলেন, ঝড়ু ও মোকিমের ফাঁসি কার্যকর হওয়ার দায়, আপিল বিভাগের ওপর আসা বিব্রতকর। ফাঁসি কার্যকরের বিষয়ে সঠিক তথ্য না জেনে চাঞ্চল্য সৃষ্টি করায় ক্ষমা চেয়েছেন আইনজীবী।

শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এই কোর্টের ওপর এমন একটা ব্লেইম (অভিযোগ) আসে। এটা বিরাট বিব্রতকর কোর্টের জন্য। আমরা প্রত্যেকটা ফাঁসি দেওয়ার আগে ভালো করে দেখি। ফাঁসি দেওয়ার আগে আমরা কম করে হলেও ১০ বার চিন্তা করি।

তিনি আরও বলেন, ২০০৯ সালের ফাঁসির মামলা পড়ে ছিল। সেগুলো আমার আমলে শেষ হয়েছে। অথচ এই মামলাগুলো সবার আগে গুরুত্ব পাবে। এটি নিয়ে কোন আইনজীবী মেনশনও করেন না। এসব মামলায় তো একদিনও সময় চাওয়া উচিত না। অথচ তালিকায় আসার পর আইনজীবীরা সময় চান।

 

এ সম্পর্কিত আরও খবর