শিক্ষার্থীদের হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 19:02:31

সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বুধবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিটে আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

এদিকে প্রজ্ঞাপন জারি করে সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাত্রা ও বিশেষ বাসের ব্যবস্থা করার জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর বকশিবাজার, নীলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে যোগ দেন অন্তত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর