ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 08:07:40

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্য প্রদানের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। কিন্তু বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। সোমবার (১৩ ডিসেম্বর) নিয়মিত আদালতে শুনানি হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এ মামলার আবেদন করেন।

এই মামলায় নাহিদ হেলালকেও আসামি করা হয়।

তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদো জিয়া, তার ছেলে তারেক রহমান, নাতনি জায়মা রহমান সম্পর্কে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃতরুচি সম্পন্ন ও যৌন হয়রানিমূলক। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তথ্যপ্রতিমন্ত্রী। যার জেরে ডা. মো. মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

এ সম্পর্কিত আরও খবর