জাপানি দুই শিশু আগামী ২ দিন মায়ের জিম্মায় থাকবে: আপিল বিভাগ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 15:21:14

জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর ​জিম্মায় রাখতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

দুই শিশু কন্যাকে নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ওই মায়ের করা আপিল শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আজ রাত ১০টা থেকে মায়ের সঙ্গে থাকবে শিশু দুটি। পরবর্তীতে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগে হাজির হতে বলেছেন আদালত।

এর আগে, গত রোববার (০৫ ডিসেম্বর) শিশু দুটির মা হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন।

গত ২১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই শিশুকে বাবার জিম্মায় রাখার আদেশ দেন। রায়ে আদালত বলেন, যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল সে কারণে তিনি তার সুবিধামত সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে ১০ দিন একান্তে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বছরে তিন বার বাংলাদেশে তার যাওয়া আসাসহ ১০ দিন অবস্থানের যাবতীয় খরচ শিশু দুটির বাবাকে বহন করত হবে।

এ সম্পর্কিত আরও খবর