স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-17 05:07:21

কুষ্টিয়ায় স্ত্রী চম্পা খাতুনকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শাহিনুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত শাহিনুল ইসলাম জেলার মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামের শাজাহান মালিথার ছেলে। রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ১০ মার্চ নওদা খাড়ারা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত চম্পা খাতুনের শরীরে ও বসত ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী শাহিনুল। ঘটনা ধামাচাপা দিতে স্ত্রীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করান তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও শাহিনুলের পরিবার থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। চার দিন পর মারা যান চম্পা।

এ ঘটনায় নিহতের চাচা শাহাদত বাদী হয়ে শাহিনুলের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের জানুয়ারিতে ওই থানার পরিদর্শক আখতারুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন।

পিপি বলেন, শাহিনুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর