নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 15:24:07

রাজধানী নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ সদস্যদের লাঞ্ছিতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

তারা হলেন, আব্দুল কাইয়ুম (২৪), পলাশ মিয়া (২৪), মাহমুদ ইরফান (২৪), ফয়সাল ইসলাম (২৪) ও জুনায়েদ বুগদাদি (১৯)।

নিউমার্কেট থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হালদার অর্পিত ঠাকুর তাদের ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে হাজির করলে মহানগর হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন।

এর আগে, এ বিষয়ে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সংঘর্ষে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় এই ৫ জন সরাসরি জড়িত। তাই ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে দুই দোকানের কর্মীদের বিরোধকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

এ ঘটনায় ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া দুই দিনের এসব ঘটনায় অন্তত ১১ জন সাংবাদিক এবং পুলিশের ২৫ জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অপরদিকে, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর