রাজশাহীতে হেরোইন পাচারের দায়ে আইয়ুব আলী (৩৭) নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃস্পতিবার (১৮ মে) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামির মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ২০২১ সালের ৬ ডিসেম্বর র্যাব-৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকা থেকে ৮০০ গ্রাম হেরোইনসহ আইয়ুবকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়। গ্রেফতারের পর থেকেই আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
তিনি আরও বলেন, তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে বিচারক মামলার রায় ঘোষণা করলেন। রায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।