ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরে  ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভাঙ্গায় ইয়াবাসহ ওবায়দুর রহমান (৩৩) নামক এক মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় তার কাছে থেকে ৩৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট গ্রামের খামারকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ইয়াবাসহ আটককৃত ওবায়দুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন