প্রশ্নফাঁসে বিমানের ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:23:28

বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত বাংলাদেশ বিমানের ২৬ কর্মচারীসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

সম্প্রতি ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী এ চার্জশিট দাখিল করেন।

বুধবার (৫ জুলাই) বিমানবন্দর থানার আদালতের জিআর শাখার উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া এ তথ্য জানান।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি কমিটির অন্যতম সদস্য মেজর তাইজ ইবনে আনোয়ার, এমটি অপারেটর জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, মো. মাহবুব আলী, এমএলএসএস মো. জাহিদ হাসান, অফিস সহায়ক আওলাদ হোসেন, এমটি অপারেটর এনামুল হক, এমএলএসএস হারুন অর রশিদ, এমটি অপারেটর মাহফুজুল আলম, এমএলএসএস সোবহান, এমএলএসএস জাকির হোসেন ও হেলপার জাবেদ হোসেন।

২০২২ সালের ২১ অক্টোবর বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।

প্রশ্নফাঁসের ঘটনায় ২০২২ সালের ২৬ অক্টোবর বিমানবন্দর থানায় লালবাগ জোনাল টিমের সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর