চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যা: ১৮ জনকে আসামি করে মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যা: ১৮ জনকে আসামি করে মামলা

চাঁপাইনবাবগঞ্জে ২ কিশোর হত্যা: ১৮ জনকে আসামি করে মামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছুরিকাঘাতে দুই কিশোর নিহতের ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের পর আটক দু’জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৭ ডিম্বের) রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বিজ্ঞাপন

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর মল্লিকপুরের আজিজুল হক ও মো. তাসিম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই দু’জনকে মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি জানান বাকি আসামিদের গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জের দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যায় মাসুদ ও রায়হান।

তবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে দাবি করা হয়, দেয়ালে জয় বাংলা স্লোগান লেখায় হত্যা করা ওই দু’জনকে। নিহতরা ছাত্রলীগের নেতাকর্মী।

আওয়ামী লীগের ওই দাবি নাকচ করে দিয়ে আবুল কালাম সাহিদ বলেন, নিহতদের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি। পাশাপাশি জয়বাংলা লেখার জন্য তাদের হত্যা করা হয়েছে এমন তথ্যও পায়নি পুলিশ। এ নিয়ে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।