চুরির মামলায় ক্রিকেটারের স্বামীসহ দুইজন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-01 16:55:47

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির মামলায় স্বর্ণার স্বামী আল-আমিন দেওয়ান আযান ও মোবাইল ক্রেতা আব্দুর রহিম মিলনের ভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মশিউল আলম ভূঁইয়া আসামিদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত আযানের তিনদিন এবং মিলনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আযানের পক্ষে কোন আইনজীবী ছিল না। মিলনের আইনজীবী নুরুল ইসলাম দিদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

তিনি বলেন, আসামি আযান মিলনের কাছে মোবাইলটি তার বোনের বলে বিক্রি করে।

উল্লেখ্য, বাসা থেকে দুটি আইফোন ও ওয়ারড্রপের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় গত ২৯ জানুয়ারি স্বর্ণা আক্তার মামলা দায়ের করেন। এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আর মুগদা থেকে গ্রেফাতার করা হয় মিলনকে।  

এ সম্পর্কিত আরও খবর