হিযবুত তাহরীরের ৬ আসামির রায় বুধবার

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:21:37

হিযবুত তাহরীরের ৬ জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রায় বুধবার ঘোষণা করা হবে।

ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন আছে। ট্রাইব্যুনালের বিচারক হিসাবে মজিবুর রহমান এ রায় ঘোষণা করবেন।

এর আগে চারবার রায়ের তারিখ পেছানো হয়েছে। গত ১৩ জানুয়ারি সর্বশেষ রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়।

আসামিরা হলেন- হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন, যুগ্ম-সমন্বয়ক কাজী মোরশেদুল হক প্লাবন, সদস্য তানভীর আহম্মেদ, সাইদুর রহমান, তৌহিদুল আলম ও আবু ইউসুফ আলী।

২০১০ সালের ১৮ এপ্রিল উত্তরার ৩ নম্বর সেক্টরে তাকওয়া মসজিদের পশ্চিম পাশ থেকে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।

মামলাটিতে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন।

এ সম্পর্কিত আরও খবর