ফের রিমান্ডে যুবলীগ নেতা জি কে শামীম

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 00:02:50

ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের পৃথক দুই মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (২ অক্টোবর) অস্ত্র ও মানি লন্ডারিং মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মাদক ও অস্ত্র মামলায় শামীমকে দুই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দুই মামলায় ফের ১৭ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল।

অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, 'জি কে শামীমের অফিসের লোহার সিন্দুক থেকে নগদ অর্থ, চেক বই, এফডিআর ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে। সেখানে বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও ৯ হাজার ইউএস ডলার পাওয়া যায়। এছাড়া আসামির মায়ের নামে ১০টি এফডিআরে ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকাসহ মোট ৩৪টি ব্যাংক অ্যাকাউন্ট ও চেক বইয়ের পাতা জব্দ করা হয়।'

গত ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের অফিস থেকে শামীমকে আটক করা হয়।

আরও পড়ুন: ১০ দিনের রিমান্ডে যুবলীগ নেতা জিকে শামীম

এ সম্পর্কিত আরও খবর