তড়িৎ গতিতে বিচারের পদক্ষেপ নেব: অ্যাটর্নি জেনারেল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 06:05:37

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যেহেতু নুসরাত হত্যা মামলার সঙ্গে সারাদেশের মানুষের আবেগ জড়িত।মানুষের বিচার পাওয়ার আকাঙ্ক্ষা জড়িত এ মামলার সঙ্গে । তড়িৎ গতিতে বিচারের জন্য পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে নুসরাতের মামলার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন

এর আগে ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচারিক আদালতের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) রায়ের নথি বিকালে পৌঁছে।

বিকাল ৫ টায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে লাল কাপড়ে মোড়ানো নথি পৌঁছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. শামসুদ্দিন ও অফিস সহায়ক মো. রিপন নথিগুলো নিয়ে আসেন।

পরে রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে ডেথ রেফারেন্সের নথি গ্রহণ করেন হাইকোর্টের নথি আদান প্রদান শাখার কর্মকর্তা কে এম ফারুক হোসেন।

এ সম্পর্কিত আরও খবর