ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মীসহ ৫ জন রিমান্ডে

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 19:15:33

রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের মামলায় গ্রেফতার গৃহকর্মী সুরভী আক্তার নাহিদাসহ পাঁচ জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) রবিউল আলম প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

রিমান্ডে যাওয়া অপর চার আসামি হলেন- বেলায়েত হোসেন, গাউসুল আযম প্রিন্স, নুরুজ্জামান ও বাচ্চু।

গত শুক্রবার (১ নভেম্বর) রাতে ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ক্রিয়েটিভ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিমের শাশুড়ি আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতির মরদেহ উদ্ধার করা হয়। ওই জোড়া খুনের ঘটনায় ৩ নভেম্বর ধানমন্ডি থানায় আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: ধানমণ্ডিতে জোড়া খুনে অংশ নেয় ভাড়াটে খুনি

                ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী গ্রেফতার

                ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

 

এ সম্পর্কিত আরও খবর