মীর নাছির ও ছেলে মীর হেলালের সাজা হাইকোর্টে বহাল

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 16:11:18

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে দলের নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তিন বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে করা আপিলের পুনঃশুনানি শেষে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে মীর নাছির ও মীর হেলালের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় দুদক মামলা করে। ২০০৮ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।

এ রায়ের বিরুদ্ধে তারা পৃথক আপিল করলে ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। সাজা বাতিলের রায় বাতিল চেয়ে দুদক আপিল আবেদন করে। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন গ্রহণ করে রায় দেন আপিল বিভাগ। আপিল বিভাগ তখন বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিলের পুনঃশুনানির জন্য হাইকোর্টে পাঠান। এ আপিলের শুনানি শেষে মঙ্গলবার রায় দেওয়া হলো।

এ সম্পর্কিত আরও খবর