যৌতুক মামলায় সহকারী জজ নিয়াজ মাখদুম শিবলীর বিরুদ্ধে পরোয়ানা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যৌতুক চেয়ে মারধরের মামলায় নীলফামারী জেলার সিনিয়র সহকারী জজ মো. নিয়াজ মাখদুম শিবলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ পরোয়ানা জারির আদেশ দেন। 

বিজ্ঞাপন

আসামির বিরুদ্ধে প্রথমে সমন জারী করা হয়েছিল। সমনে আসামি আদালতে হাজির না হওয়ায় বাদী পক্ষের আবেদনে রোববার (৫ জানুয়ারি) আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যানপুরের বাসিন্দা আবুল কালামের মেয়ে আফরিদা আইরিন আর্শী (৩০) বাদী হয়ে ১৫ লক্ষ টাকা যৌতুক দাবীর অভিযোগ এনে আদালতে এ মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন