অতিরিক্ত হেডফোন ব্যবহারে হতে পারে যেসব সমস্যা

অনুষঙ্গ, লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-09-01 11:23:46

অনেকেই কানে সারাক্ষণ হেডফোন গুঁজে রাখেন। বিশেষ করে করোনাভাইরাসের পর থেকে অনেক কাজ একেবারে অনলাইন নির্ভর হয়ে গেছে। এতে করে হেডফোন ব্যবহার বেড়ে গেছে বহুগুণে। তবে অতিরিক্ত হেডফোন ব্যবহার ডেনে আনতে পারে ভয়াবহ শারীরিক ক্ষতি। যেসব ক্ষতি হতে পারে-

শ্রবণশক্তি ক্ষতিগ্রস্থ হতে পারে

হেডফোন ব্যবহার করার সময় শব্দ সরাসরি কানে প্রবেশ করে। ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার শব্দ কানে গেলে বিনষ্ট হতে পারে শ্রবণশক্তি। চিকিৎসকদের মত অনুযায়ী, ১০০ ডেসিবেলের উপর হেডফোন ব্যবহার করা উচিত নয় একেবারেই।

কানে সংক্রমণের আশঙ্কা থাকে

আজকাল বাজারে এমন কিছু হেডফোন পাওয়া যায় যেগুলোর শব্দের গুণগতমান ভাল হলেও এতে একটি ঝুঁকিও থেকে যা‌য়। কারণ সেসব হেডফোন কানের বহু গভীর পর্যন্ত প্রবেশ করানো হয়। যার ফলে কানের ভিতরে বায়ু প্রবেশের বাধার সৃষ্টি করে। এতে কানে সংক্রমণের আশঙ্কা থেকে যায়।

অন্যান্য শারীরিক উপসর্গ

দিনের বেশিরভাগ সময়ে কানে হেডফোন গোঁজা থাকলে- মাথা ধরা বা কানের ভিতর ঝিম ঝিম করা ইত্যাদি নানা শারীরিক উপসর্গ দেখা যায়।

মস্তিষ্কের উপর প্রভাব

হেডফোন থেকে সৃষ্ট ইলেক্ট্রম্যাগনেটিক তরঙ্গ মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলে। বিশেষ করে ব্লুটুথ হেডফোন ব্যবহার কানকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করে। শুধু তাই নয় ব্লুটুথের অতিরিক্ত ব্যবহারের ফলে তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্কের উপর পড়ে।

এ সম্পর্কিত আরও খবর