লেবাননে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 23:45:04

লেবাননে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর কমপক্ষে ১৯ জন সদস্য আহত হয়েছেন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) লেবাননের রাজধানী বৈরুতে দুটি বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ও আক্রান্ত হয়। এটি বৈরুত বন্দরে নোঙর করা ছিল। জাহাজের কমপক্ষে ১৯ জন ক্রু আহত হয়েছে, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আহত সৈন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

বিস্ফোরণের পরপরই বাংলাদেশ দূতাবাসের একটি দল বন্দরে ছুটে যায় এবং বুধবার সকাল পর্যন্ত তার সেখানেই রয়েছেন বলে জানা গেছে।

এর আগে বৈরুতে মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার দিকে জোড়া বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠে। বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হন।

আরো পড়ুন: বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ

বৈরুতে বিস্ফোরণ: নিহত ৭৮, আহত ৪ হাজার

লেবাননে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

এ সম্পর্কিত আরও খবর