টেকনাফ থানার ওসি প্রদীপ প্রত্যাহার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:23:28

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করেছে পুলিশ সদরদফতর।

বুধবার (৫ আগস্ট) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদরদফতরের সংশ্লিষ্ট এআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা।

তিনি বলেন, ওসি প্রদীপ কুমারকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। থানার দ্বিতীয় কর্মকর্তা‌ এবিএম দোহা-কে দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিক টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশির সময় তিনি বন্দুক বের করলে আত্মরক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা।

মেজর সিনহা হত্যাকাণ্ড, ওসি প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক মেজর সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

 

এ সম্পর্কিত আরও খবর