ওসি প্রদীপ-পরিদর্শক লিয়াকত আলীসহ ৭ আসামির সাত দিনের রিমান্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 10:10:19

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৭ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চার জন পুলিশ সদস্যসহ রিমান্ডে নেওয়া সাত আসামি হলেন উপপরিদর্শক (এসআই) লিটন, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন এবং সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলার তিন সাক্ষী টেকনাফের বাহারছড়ার মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আইয়াস।

বুধবার (১২ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন। এরআগে গতকাল তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব। আদালত বুধবার (১২ আগস্ট) রিমান্ড শুনানির দিন রাখেন।

পুলিশের করা মামলার তিন সাক্ষীকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল সকালেই গ্রেফতার করে তদন্তকারী সংস্থা র‍্যাব। পরে তাদের কক্সবাজার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।

মেজর সিনহা হত্যাকাণ্ড, ওসি প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সাবেক মেজর সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

টেকনাফ থানার ওসি প্রদীপ প্রত্যাহার

ওসি প্রদীপ কুমার দাশ চট্রগ্রাম থেকে গ্রেফতার

সিনহা হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার তিন, ১০ দিন রিমান্ড চেয়েছে র‌্যাব

ওসি প্রদীপসহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

এ সম্পর্কিত আরও খবর