ওসি প্রদীপসহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেজর (অব) রাশেদ সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৭ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকতসহ ৭ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বিজ্ঞাপন

এর আগে, আজ বিকেলে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তারা।

বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তারা আত্মসমর্পণ করেন। আদালতে শুনানি হওয়ার পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সাত আসামি হলেন, উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত ও টুটুল, সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, কনেস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, মো, আবদুল্লাহ আল মামুন, মো. মোস্তফা।

আরও পড়ুন: ওসি প্রদীপ কুমার দাশ চট্রগ্রাম থেকে গ্রেফতার

ওসি প্রদীপ-এসআই লিয়াকত আলীসহ ৯ আসামি আদালতে