বেনাপোলে ফেনসিডিল ব্যবসায়ী নারীসহ আটক ৩

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-23 20:28:30

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিল ব্যবসায়ী এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে শার্শার বাগআচড়া ও বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে পুলিশ তাদের আটক করে।

আটক নারী শার্শা থানার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী শাহানারা বেগম (২৮) ও বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত. হাতেম আলী মোড়লের ছেলে শরিফুল (৩০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআচড়া রাড়ি পুকুর এলাকায় মাদক বেচাকেনার সময় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ শাহানারাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত।

অন্যদিকে মাদকের একটি চালান নিয়ে বালুন্ডা গ্রামের বালুন্ডা উত্তরপাড়া জামে মসজিদের সামনে অবস্থান করছে, এমন খবরে বেনাপোল পোর্টথানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১০০ বোতল ফেনসিডিলসহ শফিকুলকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ও বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর