বাঁওড়ের পানি দূষিত হয়ে মরল ২৫ লাখ টাকার মাছ!

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা | 2023-08-29 20:51:40

মাগুরার শ্রীপুরে দুটি বাঁওড়ের পানি দূষিত হয়ে ২৫ লাখ টাকার মাছ মারা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মহেশপুর বাঁওড় ও গোয়ালদাহ বাঁওড়ে গিয়ে এ চিত্র দেখা গেছে।

এ বিষয়ে স্থানীয় উন্নয়ন মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক অরজিত বিশ্বাস বলেন, ‘আমাদের সমিতির ৩৬ জন সদস্য ও আশপাশের গ্রামের কিছু মানুষ মিলে ঋণ নিয়ে মহেশপুর বাঁওড় ও গোয়ালদাহ বাঁওড়ে মাছ চাষ করি। মূলত ৩ বছরের জন্য সরকারের কাছ থেকে ওই বাঁওড় দুটি লিজ নিয়ে মাছ চাষ করা হয়। এর মধ্যে মহেষপুর বাঁওড়ে ১৫ লাখ এবং গোয়ালদাহ বাঁওড়ে ১০ লাখ টাকার মাছ ছাড়া হয়। দুটি বাঁওড়ে মোট ২৫ লাখ টাকার মাছ চাষ করা হয়েছিল। কিন্তু দুটি বাঁওড়ে গ্রামের কৃষকরা পাট পচানোর কারণে পানি দূষিত হয়ে মাছ মরে ভেসে উঠছে। এতে আমাদের পথে বসার উপক্রম হয়েছে।’

শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ বলেন, ‘উন্নয়ন মৎস্যজীবী সমিতির লিজ নেয়া মহেশপুর ও গোয়ালদাহ বাঁওড় দুটির পানি দূষিত হয়ে মাছ মারা যাওয়ার বিষয়টি আমি শুনেছি। এতে তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এ বিষয়ে তাদের পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য লিখিত কোনো আবেদন পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।’

এ সম্পর্কিত আরও খবর