লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির পাশে খালে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ইমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই ওয়ার্ডের মোল্লা বাড়ির রুবেল হোসেনের ছেলে।
শিশুর চাচা মো. রাসেল জানান, ঘটনার সময় ইমন কাউকে না বলে একা খালে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এ সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। এক প্রতিবেশী চিৎকার দিলে ইমনকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মাহমুদ তাকে (ইমন) মৃত ঘোষণা করেন।