কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কারী ডা. খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডা. খলিলুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের ১৯৮৫ ব্যাচের অন্তর্ভুক্ত। তার পেশাদার কূটনীতিক কেরিয়ারে তিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে বিভিন্ন সক্ষমতা দেখিয়েছেন। তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে (ডাব্লুএইচও) সিনিয়র পদেও দায়িত্ব পালন করেছেন।
ডা. খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।