তিন কলেজ সংঘর্ষ: আহত ৪০ জন চিকিৎসা নিয়েছে ঢামেকে

  • Sajid Sumon
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানী যাত্রাবাড়ী-ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে (ঢামেক) প্রায় ৪০ জন চিকিৎসা নিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, তিন কলেজের সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে শিক্ষার্থী ছিলো ২৫ জন এবং পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালকসহ আরও ১৫ জন সাধারণ মানুষ চিকিৎসা নেয় হাসপাতালটিতে। প্রাথমিক চিকিৎসা শেষে প্রায় সবাই বাড়ি ফিরে গেছে বলেও জানা যায়।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দু'জন নিহত হবার গুজব ছড়িয়ে পড়লে তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের সংঘে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আরও প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থী যোগ দিয়ে কলেজ দুটিতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

সে ঘটনার ধারাবাহিকতায় 'মেগা মানডে' ঘোষণা করে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ডিএমআরসির উদ্দেশে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী। অপরদিকে মোল্লা কলেজের ছাত্ররাও অবস্থান নেন সড়কে। পরে সংঘর্ষের ঘটনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শিক্ষার্থীসহ পথচারীদেরও অনেকে আহত হয়ে হাসপাতালটি চিকিৎসা নেন।