রংপুরে বাস দুর্ঘটনা: চালক ও সহকারির বিরুদ্ধে মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 09:29:51

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ ৮ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় দুই বাসের চালক ও সহকারিকে আসামি করা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রংপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতারুল আলম বার্তা২৪.কমকে বলেন, ‘দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশ জব্দ করেছে। বাসের চালক ও সহকারির পরিচয় সনাক্তের চেষ্টা অব্যহত রয়েছে। এখন পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।  আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকার বিজিবি সদর দপ্তর গেটের বিপরীতে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপর ব্যাটারী চালিত একটি অটোকে ওভারটেক করতে গিয়ে চলন্ত দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই ৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যায়।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ জনে। বর্তমানে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন, রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪, আহত ৫০

এ সম্পর্কিত আরও খবর