পোশাক শ্রমিককে আটকে মুক্তিপণ আদায়, গ্রেফতার ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-26 01:56:52

সাভারে পোশাক শ্রমিককে আটকে রেখে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক নামধারী প্রতারক সিদ্দিকুল ইসলাম ওরফে রিপন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে মামলা দায়ের হলে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় । এরআগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তাকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ।

গ্রেফতার সিদ্দিকুল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কমলাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে সে সাভারের তেতুলঝোড়া এলাকায় বসবাস করে আসছিল।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে গত ১৬ আগস্ট খোকন মিয়া নামের এক পোশাক শ্রমিককে কৌশলে তুলে নিয়ে মারধর করে মুক্তিপণ আদায় করে প্রতারক সিদ্দিকসহ আরও ৬ জন। পরে খোকনের স্ত্রী ৩০ হাজার টাকার ব্যাংক চেক ও বিকাশের মাধমে ৪ হাজার টাকা দিয়ে তার স্বামীকে ছাড়িয়ে নেয়। ঘটনার পরদিন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে মামলা রুজু করার পর গতকাল রাতে অভিযুক্ত সিদ্দিককে গ্রেফতার করেন।

এ ঘটনায় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে একজনকে গ্রেফতার করা হয়েছে ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর