ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ আটক করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে শার্শা সীমান্তর গোগা গ্রাম এগুলো আটক করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি (সাড়ে ১১মন) ইলিশ মাছ আটক করা হয়। এর আগে বিজিবির উপস্থিত টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃত মাছগুলো গোগা গ্রামের একটি এতিম খানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, ইলিশ রফতানি বন্ধ থাকায় সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে ইলিশ। বিজিবি মাঝে মধ্যে কিছু চালান আটক করলেও পুলিশের তেমন কোনো ভূমিকা দেখা যায়না।