চট্টগ্রামে বর্জ্য ব্যবসায় দ্বন্দ্বের জেরে যুবক খুন, গ্রেফতার ২
চট্টগ্রাম নগরীর আনন্দবাজার এলাকায় বর্জ্য ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মো. জসিম উদ্দিন (২৫) খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- নেজাম উদ্দিন দিপু ওরফে বড় সোহাগ (২৫) এবং তার সহযোগী সিয়াম (২৫)। দিপু এ মামলার প্রধান আসামি এবং সিয়াম ৯ নম্বর আসামি।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে আনন্দবাজারের সিটি করপোরেশনের ময়লার ডিপো সংলগ্ন টিজি কলোনি এলাকায় ছুরিকাঘাতে খুন হন মো. জসিম উদ্দিন। বর্জ্য থেকে পচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল সংগ্রহ করে বিক্রি করতেন তিনি। এই ব্যবসা নিয়ে স্থানীয় একটি সিন্ডিকেটের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।
পুলিশ জানিয়েছে, ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিপু তার সহযোগীদের নিয়ে টিজি কলোনির প্রবেশমুখে জসিমের ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে দিপু জসিমের গলায় ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ময়লা থেকে সংগৃহীত বর্জ্য পণ্যের ব্যবসায় সিন্ডিকেটের আধিপত্য বিস্তার নিয়েই বিরোধ তৈরি হয়। একসময় এই সিন্ডিকেট একত্রে কাজ করলেও দ্বন্দ্বের কারণে ভাগ হয়ে যায়।
জসিম উদ্দিনের বড় ভাই আবদুর রহিম সুমন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ আরও ১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে প্রধান আসামি দিপু ও তার সহযোগী সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।