বৈরী আবহাওয়ার কারণে বুধবার (২৬ আগস্ট) কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে এই নৌরুটে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে বৈরী আবহাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।
এ নৌরুটে ৮৭টি লঞ্চ ও ২’শ স্পিডবোট চলাচল করছে। তবে ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে প্রত্যেকটি লঞ্চ কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে যাচ্ছে বলে জানান তারা।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়া, নদীতে ঢেউয়ের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে গতকাল বেলা ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকল নৌযান চলাচল শুরু হয়। এছাড়া ঘাট স্বাভাবিক।