মধ্যরাতে কনকনে শীতে অসহায় মানুষের পাশে 'উসসাস'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় তীব্র শীতে সীমাহীন কষ্টে পড়া, রাস্তায় রাস্তায় জীবন কাটানো মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী, গরীব ও অসহায়দের খুঁজে খুঁজে শীতবস্ত্র বিতরণ করেছে উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস)।

মধ্যরাতে বরগুনার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উসসাস-এর কর্মীরা শীতার্ত মানুষের কাছে হাজির হয়ে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এমন দৃশ্য। কম্বল পেয়ে অনেক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মুখে ফুটেছে হাসি।

উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর একাধিক সদস্য জানালেন, তাদের এই উদ্যোগ নতুন নয়।

বিজ্ঞাপন

'সবসময়ই মানুষের কষ্ট দেখলে দৌড়ে গিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামাজিক সকল ধরনের কর্মকাণ্ডে অংশ নেয়া আমাদের এক ধরনের নেশায় পরিণত হয়েছে', বলছিলেন সদস্যদের একজন।

'তবে এ-সব কর্মকাণ্ডে মানুষের পাশে এগিয়ে আসতে হবে সকলকেই। ব্যাক্তি, সংগঠন, ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সকলকেই সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে আসতে হবে', বলেন তিনি। 

উসসাস এর পক্ষ থেকে এমন সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানালেন সদস্যরা।