পটুয়াখালী এখন খালি নাই উন্নয়নে ভরপুর: প্রধানমন্ত্রী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-26 11:30:02

এক সময়ের অবহেলিত জেলা থাকলেও পটুয়াখালী জেলা এখন আর খালি নেই বিভিন্ন উন্নয়নে এখন ভরপুর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে তিনি এ মন্তব্য করেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মির্জাগঞ্জের একজন কৃষকের সাথে কথা বলেন। এ সময় ২০০১ সালের বিএনপি জামায়াত শাসন আমলে মির্জাগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর