দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতে তোলা হচ্ছে সিনহা হত্যার মামলার মূল তিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়েছে।
এদিকে র্যাব সূত্র বলছে তাদেরকে আরও চারদিনের রিমান্ড চাইবে তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে আসামিদের আইনজীবী আহসানুল হক হেনা গণমাধ্যমকে জানিয়েছেন, রিমান্ড আবেদনের বিরুদ্ধে তারা আদালতে জোর যুক্তিতর্ক তুলে ধরবেন। পাশাপাশি জামিন আবেদনও করবেন তারা।
এর আগে, প্রথম দফায় সাতদিন ও দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড নেয়া হয় সিনহা হত্যার অভিযুক্ত তিন আসামিকে। গতকাল তিন আসামিকে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি।