কুমিল্লায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করায় ‘মেসার্স মিয়ামী প্লাস্টিক' নামে একটি কারখানা মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, রোববার বিকেলে কুমিল্লার কোতোয়ালি থানাধীন বড় আলমপুর এলাকায় ‘মেসার্স মিয়ামী প্লাস্টিক' নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করা হয়। অভিযানের সময় কারখানা থেকে মোট ৩০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ কারণে ওই কারখানা মালিক শাহজাহান মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে কুমিল্লা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।