যত ক্ষমতাধরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: মেয়র আতিক

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 12:13:36

রাজধানীতে কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেনো আমি কাউকে ছাড় দেব না। আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারবো না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। আমি সকল অবৈধ বিলবোর্ড অপসারণ করব।

অবৈধ বিলবোর্ড অপসারণ

বুধবার (২ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

মেয়র বলেন, কেউ

শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে। এই বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এটা অপসারণ করে এখনই নিলাম করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।

আতিকুল ইসলাম বলেন, বিদেশিরা বিমানবন্দর থেকে এসেই এ ধরনের কুৎসিত বিলবোর্ড দেখতে পায়। এটা মোটেই কাম্য না। আমরা কেউ চাই না। প্রায় ১৬ বছর যাবৎ বিলবোর্ডটি এখানে আছে। রাজনৈতিক নেতা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু এই শহর নোংরা করা যাবে না।

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এ ধরনের অবৈধ বিলবোর্ড দিয়ে রাজনৈতিক পরিচয় দিচ্ছেন এটি মোটেই কাম্য না। আমরা নিজের ক্যাম্পেইন করব কিন্তু শহরকে ক্ষতি করে না। শহরকে ক্ষতি করে নিজেকে প্রতিষ্ঠিত করব না। যত ক্ষমতাধর আছেন তাদের সবার ছবি এখানে লাগানো হয়। বিলবোর্ডটি অপসারণের কথা বলার পর গত পরশু থেকে আমাকে ফোন করা হচ্ছে আজকেও আমার কাছে ফোন এসেছে। আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে দেখবে কেমনে বিলবোর্ড অপসারণ করি। আমিও বলেছি আমি দেখব কেমনে নামাতে হয়। আমাকে বলেছে নামাতে পারবেন না। আমাকে বলেছে আমরা দেখবে কেমনে নামান। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি সেই চ্যালেঞ্জ নিতে চাই।

অপসারণ করা হলো দীর্ঘ ১৬ বছরের পুরনো বিলবোর্ড

এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে লড়তে নগরবাসীর সহায়ত চেয়ে মেয়র বলেন, আপনারা আমাকে সাহায্য করুন, তথ্য দেন আপনারা প্রতিবাদ করুন আমি উচ্ছেদ করব। এই অভিযান চলমান থাকবে।

ফুটপাত জুড়ে পুলিশ বক্স রয়েছে সেগুলো অপসারণ করবেন কি না এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, বিমানবন্দর এলাকার ডিউটির জন্য যেহেতু পুলিশরা থাকেন, তারপরেও আইজিপির সঙ্গে কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বিকল্প সমাধান করা যায় কি না দেখব।

তিনি বলেন, বিদেশিরা বিমানবন্দর থেকে নেমেই এই বিলবোর্ড দেখে বাংলাদেশ সম্পর্কে এবং ঢাকা শহর সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। আমরা কোনো ধরনের অবৈধ বিলবোর্ড এই শহরে দেখতে চাই না। তারই অংশ হিসেবে আজ এই অপসারণ কার্যক্রম। পর্যায়ক্রমে সবগুলো অবৈধ বিলবোর্ড নামানো হবে।

এ সম্পর্কিত আরও খবর