সাতক্ষীরায় ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখা ও গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ নভেম্বর) ব্রক্ষরাজপুর বাজার কমিটির আয়োজনে সদরের ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ব্রক্ষরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. রশিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন, ব্রক্ষরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ-সম্পাদক শেখ বাদশা, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, দিদারুল ইসলাম, শহিদুল ইসলাম সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। চার পাশে স্কুলের বিল্ডিং ও মাঝখানে মাঠ। তারই মধ্যে হচ্ছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঘোড় দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক। অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত। ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জুয়াসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কুষ্টিয়া, কয়রা, খুলনা, থেকে ১৪টি ঘোড়া অংশগ্রহণ করে। এর মধ্যে কয়রা থেকে ‘মাথা খারাপ’ নামে একটি ঘোড়া প্রথম স্থান লাভ করে।