ইউএনও হামলার প্রধান আসামি আসাদুল হাসপাতালে ভর্তি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-22 22:56:01

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আসাদুল হককে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুুুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী।

শ্বাসকষ্টজনিত সমস্যা বোধ করায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের দ্বিতীয় তলার এক নম্বর ওয়ার্ডের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ইউএনও’র ওপর হামলার ঘটনার প্রধান আসামি আসাদুল হক এখন র‌্যাবের প্রহরায় রয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় র‌্যাব-১৩ এর রংপুর সদর দফতরে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে আসাদুল হকের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ইউএনও’র বাসায় চুরি করতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হয়ে নবিরুল ইসলাম সেখানে ওয়াহিদা খানম ও ওমর আলী শেখকে এলোপাথাড়িভাবে হাতুড়ি পেটা করে।

এঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগ (সদ্য বহিষ্কৃত) নেতা আসাদুল হক, রং মিস্ত্রী নবিরুল ইসলাম ও সান্টু কুমার দাস জড়িত থাকার দায় স্বীকার করেছেন। প্রেসব্রিফিং শেষে সাংবাদিকদের সামনে আসাদুলকে ছাড়া অপর দুই আসামি নবিরুল ও সান্টুকে হাজির করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর