এলাকার ত্রাস আপন ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 10:36:06

বগুড়া: এগারো মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী আপন ডাকাত (৩২) পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাত আড়াইটায় বগুড়া শহরতলীর মাটিডালি ব্রিজের কাছে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত আপন ডাকাত বগুড়া সদরের কর্নপুর গ্রামের নুর হোসেন খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে। এরমধ্যে ডাকাতির মামলা ৫টি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মাটিডালি ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ দেখে ডাকাতদল গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ একজনকে আটক করে। পুলিশ জানতে পারে আটক ব্যক্তি সিজার ওরফে আপন ডাকাত। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি চাকু উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম বদিউজ্জামান জানান, নিহত আপন ডাকাত শহরতলীর কর্নপুর, রাজাপুর, মানিকচক ও বাংলাবাজার এলাকার ত্রাস হিসেবে পরিচিতি ছিল। নিহতের মরদেহ মর্গে রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর