সহিংসতায় জড়িত নয় বলে দাবি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সহিংসতায় জড়িত নয় বলে দাবি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের

সহিংসতায় জড়িত নয় বলে দাবি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের

বিগত কয়েকদিন ধরে ঢাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস ঘটনা ঘটেছে সেসব ঘটনায় তারা জড়িত নয় বলে দাবি করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। তারা বলেছেন, তৃতীয় কোনো পক্ষের উসকানিতে এ ধ্বংসযজ্ঞের ঘটনাগুলো ঘটেছে।

যারা এ সহিংসতায় ইন্ধন দিয়েছে তাদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানানা শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ‘গত ২৪ নভেম্বর আমাদের কলেজে পরীক্ষা চলাকালীন কিছু সংখ্যক অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজে হামলা করে। এতে নারী শিক্ষার্থীসহ অনেকে আহত হন এবং কলেজের মধ্যে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। আমরা কলেজে হামলার প্রতিবাদে গত সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করি। কিন্তু এই বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে আমাদের মাঝে তৃতীয় কোনো পক্ষ ঢুকে শিক্ষার্থীদের উসকে দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে নিয়ে যায় ও মোল্লা কলেজে গিয়ে হামলা করে। আমরা জানিয়ে দিতে চাই, এ হামলার সাথে সোহরাওয়ার্দী কলেজের কোনো সাধারণ শিক্ষার্থী জড়িত নেই।’

বিজ্ঞাপন

তৃতীয় পক্ষ কারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, ‘এই তৃতীয় পক্ষ হলো ইউসিবি (ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ)। আমরা জানতে পেরেছি,সারাদেশে তাদের প্রায় ৯০ কলেজে কমিটি রয়েছে। তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে তাদের সোশাল মিডিয়া গ্রুপগুলোতে প্রচার চালাচ্ছে। তারা শিক্ষার্থীদের উসকে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ হামলা চালিয়েছে।’

অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর সোহরাওয়ার্দী কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। এতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের। ওই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।