পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট বড় মিলে মোট ১৯টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট ফেরি বনলতা ও বড় ফেরি আমানত শাহ যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিকল হয়ে পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে যানবাহন শ্রমিক ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
অপরদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। আধ ঘণ্টার নদীপথ পারের জন্য ঘাট এলাকায় অপেক্ষা করতে হছে কয়েক ঘণ্টা। যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক এবং ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় অধিক ভোগান্তিতে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালকরা।
পাটুরিয়া ফেরিঘাটের টার্মিনাল ছাড়াও মহাসড়কের বিভিন্ন স্থানে আটকে থাকতে হচ্ছে ট্রাক চালক ও শ্রমিকদের। অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। সম্প্রতি ফেরি বহরের দুইটি ফেরি এক সঙ্গে বিকল হয়ে যাওয়ায় ভোগান্তির মাত্রাও বাড়ছে বলে দাবি ঘাট কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটের পাটুরিয়া ঘাট এলাকায় ৫ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের জন্য অপেক্ষমাণ রয়েছে বলে জানান ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে সাড়ে ৩শ ট্রাক রয়েছে ফেরিঘাট টার্মিনালে এবং আর ১৫০টি ট্রাক রয়েছে মহাসড়কের উথুলী সংযোগ সড়কে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে মোট ১৯টি ফেরি রয়েছে। এর মধ্যে বনলতা ও আমানত শাহ নামে দুইটি ফেরি বিকল হয়ে মেরামত কারখানায় রয়েছে। যে কারণে যানবাহন পারাপারে ভোগান্তিও বাড়ছে। সবশেষ ফেরিঘাট এলাকায় সাড়ে ৩শ সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের জন্য অপেক্ষমাণ রয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, পাটুরিয়া এলাকায় পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেলে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে সিরিয়াল অনুযায়ী সেগুলো আটকে রাখা হয়। সবশেষ মহাসড়কের উথুলী সংযোগ সড়কে ১৫০টি ট্রাক আটকা রয়েছে। চাপ কমে গেলে মহাসড়ক থেকে ট্রাকগুলোকে ঘাট এলাকায় পাঠানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এলাকায়। এছাড়া একটি ছোট ও একটি বড় ফেরি বিকল রয়েছে। ফেরিগুলো দ্রুত মেরামত শেষে যানবাহন চলাচল উপযোগী করে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। বিকল ফেরিগুলোর চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় যানবাহন পারাপারে ভোগান্তি কমবে বলেও জানান তিনি।