ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাল্যবিয়ে দেওয়ার দায়ে বর ও কনের পরিবারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মৈশাইর উত্তরপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মৈশাইর উত্তরপাড়া এলাকায় বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার ওই বাড়িতে অভিযান চালায়। তারা বাড়িতে যাওয়ার আগেই বিয়ে পড়িয়ে ফেলা হয়। এমতাবস্থায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাবা অহিদ মিয়াকে ২০ হাজার টাকা ও ছেলের বাবা সদর উপজেলার মজলিসপুর এলাকার জাহের মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক মৈশাইর এলাকায় বর ও কনের বাবাকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।