সিলেট আদালত চত্বরে হত্যা মামলার আসামির ওপর হামলা
সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুর ওপরে আদালত চত্বরে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশি নিরাপত্তায় তোলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি নুরুকে আদালতে হাজির করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এসময় নিহত সায়েম আহমদ সুহেলের স্বজন ও অনুসারীরা আসামিকে মারধর ও গণধোলাই দেন। এতে আসামির মারাত্মক জখম হয়েছে বলে জানা যায়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের।
এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মিরের ময়দান বাংলাদেশ বেতারের কেন্দ্রের সামনে থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেন নুরুকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৮ টায় বালাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা প্রদান করায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে নিহত সায়েম আহমদ সুহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিআর মামলা (নং ০২/২০১৯) দায়ের করেন।