৬ জনকে আসামি করে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চার্জশিট

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:57:05

জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ছয় জনকে আসামী করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই চার্জশিট জমা দিয়েছে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

মাসুদুর রহমান বলেন, চার্জশিটে জাবালে নূর পরিবহনের ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ, তার সহকারি এনায়েত হোসেন, বাসটির মালিক শাহাদাত হোসেন, অপর বাসের চালক জুবায়ের সুমন, সহকারি আসাদ এবং মালিক জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অপর দুই আসামি রিপন হোসেন ও সোহাগ আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ছয় আসামিকে অভিযুক্ত করে সিএমএম আদালতে এই চার্জশিট দাখিল করেছেন।

প্রসঙ্গ, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও আব্দুল করিম নিহত হন। এ ঘটনায় নিহত দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর